দুই হাজার পঞ্চাশ সাল
--------------------------------
----------নজরুল ইসলাম খান


স্বপ্ন দেখি, দুই  হাজার পঞ্চাশ সাল,
চমৎকার একটি সোনালী সকাল ।
আমার দশ বছরের সন্তান
শিশির ভেজা সবুজ ঘাসের পরে ,
নির্বিঘ্নে হাঁটছে তার ছয় বছরের
শিশু সন্তানের হাত ধরে ।
বৈষম্যহীন একটি সমাজ , নেই
বিভেদের গ্লানি ,
বেকারের চোখে নেই অনিশ্চিত ভবিষ্যতের
দুঃস্বপ্নের  হাতছানি ।
কদম আলীকে আর ঘুরতে হয়না
একটু বেচে থাকর  জন্য মানুষের দ্বারে দ্বারে ।
ফেলানীদের আর জীবন দিতে হয়না
একমুঠো ভাতের জন্য দুয়োরানীদের হাতে বারে বারে।
দুর্নীতির অক্টোপাস চ্ছেদ করে মুখ তুলেছে
বাংলাদেশ , অবশেষে
ভেজালের রাহুগ্রাস থেকে মুক্ত হয়ে
হাফ ছেড়ে  বেঁচেছে মুক্ত বাতাসে ।
উত্তরাধিকার প্রথা ভেঙ্গে  মেরুকরণের রাজনীতিতে বিভক্ত জাতি,
প্রতিষ্ঠা করেছে মুক্ত ধারার গণতন্ত্র সম্প্রতি ।
শ্রদ্ধা ভাজনেরা স্থান নিয়েছে মানুষের হৃদয়ে
আপন মহিমায় ।
বিশ্ব রাজনীতিও নেই বিব্রতকর শীতল লড়াইয়ের আবহাওয়ায়।
স্বর্গের দ্বার খুলে অবারিত  সুখ যেন
মাটির পৃথিবীতে পড়ছে ঢেলে।
আমরা হয়তো নেই অনেকেই
কিন্তু, অপলক দৃষ্টিতে  দেখছি উপর থেকে
আকাশের জানালা মেলে ।


১৭/১০/২০২১