দুঃখ ভুলতে
-------------------
---------নজরুল ইসলাম খান


দুঃখ দুঃখ করে তোমার জীবন হলো শেষ  ।
দুঃখ ছাড়া সুখ আছে বলো কার বিশেষ ।
কারো দুঃখ না পেয়ে কাঙ্ক্ষিত ধন ।
কারো দুঃখ না হওয়ায়  মনের  মতন  ।
দুঃখ কারো জীবন সাথী জন্মগত ।
সুখ পাখিরে ধরতে মত্ত অবিরত ।
দুঃখ কারো বিশ্ব ব্যাপী হয় জানাজানি ।
কারো দুঃখ চাপা রাখে, দিয়ে  হাসিখানি ।
দুঃখ আছে তবু সবাই দুঃখ ভুলতে চায় ।
দুঃখে কেউ বিলাপ করে, কেউ গান গায়।
মদের নেশায় মাতাল হয়ে কেউ দুঃখ ভোলে ।
জীবন কেউ সঁপে দেয় মৃত্যুর  কোলে ।
কারো দুঃখ ভাগ করে , আপন জনের সনে ।
আমার দুঃখ না ই বা বলি, থাকুক সঙ্গোপনে ।
কেউ আবার দুঃখ ভুলতে অচেনায় পা বাড়ায় ।
দুঃখ ভুলতে আমি ঘুরি কবিতার পাড়ায়।


১৪/০৬/২০২২