দুঃখ
------------
------নজরুল ইসলাম খান


দুঃখ করে কী আর হবে ?  দুঃখ শুধু দুঃখ বাড়ায়  ।
দুঃখ শোকে কাতর হলে, যা আছে সুখ তা ও হারায় ।
দুঃখ নাই কার বলোতো? এ জগতের রঙ্গ শালায় ।
কারো দুঃখ সামনে আসে,  কারো দুঃখ প্রকাশ না পায়।
দুঃখ দুঃখ করে যারা কেবল কেঁদে বুক ভাসায় ।
তাদের দুঃখ চির সাথী, জীবন কাটে সেই হতাশায়  ।
সবার থাকে দুঃখ নদী, বাড়ে কমে জোয়ার ভাটায় ।
হৃদয় কানন শুষ্ক হলে, সুখের সাগর বৃষ্টি পাঠায় ।
বিরাণ ভূমি সেচ দিয়ে যারা হাসির গোলাপ ফোঁটায় ।
সুখের  স্বপ্ন চাষ করে তারাই সব দুঃখ টুটায় ।
এ জগতে তারাই সুখী, সিক্ত যারা ভালোবাসায় ।
তপ্ত মরু, দুঃখের সাগর, সব পাড়ি দেয় সেই ভরসায় ।


৩০/০১/২০২২