দুঃখকে করি আলিঙ্গন
---------------------------------
------নজরুল ইসলাম খান


মনের আকাশ পরিস্কার হয়ে যায় মাঝে মাঝে ।
পিছনের দুঃখগুলো আড়ালে চাপা পড়ে,  অথবা
নতুন দুঃখ আসতে  হয় বিলম্বিত ।
ভাবি,সুখের পায়রারা হয়তো শুরু করেছে ডানা মেলতে ,
আমার রোদ ঝলমলে হৃদয় গগনে ।
কিন্তু, দুঃখরা আমাকে  চায় না ছাড়তে।
হয়তো, অলেখা কোন চুক্তি হয়েছে তাদের সাথে,
অথবা পড়েছে আমার প্রেমে ।
তাই, বারবার নিয়মতান্ত্রিকভাবে ফিরে আসে
আমার কাছে।
এতটুকু বিরহও  হয় না সহ্য মোটে ।
দুঃখই একমাত্র মানিক   ,
যাকে না চাইলেও পাওয়া যায় হাতে ।
নির্ভেজালভাবে পাওয়া যায় হৃদয়জুড়ে।
সুখকে কিনে আনতে হয় কষ্টের কড়ি দিয়ে ।
সুখ আমার সতিনকাঁটা ,
ও  সয় না আমার ধাতে।
তাই দুঃখকে করি আলিঙ্গন সবটুকু অনুভূতি  নিয়ে  ।


১২/০১/২০২৩