দুটি কবিতা
-----------------
-------নজরুল ইসলাম খান
          
           ১
আষাঢ় গেল, শ্রাবণ এলো,
বর্ষা তবু এলো না ।
এতদিনেও  আবহাওয়ার ,
বৈরী ভাব গেল না ।
তার সাথে একান্তে ,
বর্ষা যাপন হলো না ।
আষাঢ় -শ্রাবণ যেন ,
করছে এবার ছলনা ।
তৃষিত হৃদয়ে আমার
কদম্ব ফুল ফুটল না।
তার সাথে বিরহের,
গ্রীষ্মকাল টুটল না।


          ২


শীতকালে শীত আসে না,
বর্ষাকালে বৃষ্টি ।
শরৎ -হেমন্ত কাল,
হয়না গোচর দৃষ্টি  ।
ষড়ঋতুর বাংলাদেশ,
দেখে আসছি চিরকাল ।
এখন দেখি সারাবছর ,
শরীর জ্বলা গরমকাল ।


১৬/০৭/২০২২