এ মহা বিশ্ব কি শুধুই খেলার
--------------------------------------
-------নজরুল ইসলাম খান


জীবনের শেষে যদি কিছু না রত ।
খেয়ে দেয়ে গান গেয়ে জীবন পার হত ।
নিশ্চিন্ত জীবন তবে ভালো হত কত ।
য়েভাবে চলছে জীবন চলত অবিরত ।


কিন্তু যদি থাকে কাজের  বিচার ।
কী হবে তবে উপায় বাঁচার ?
হিসাব না দিয়ে এক পা  আমার ,
যদি  না চলে সামনে আর !


এ মহাবিশ্ব কি শুধুই খেলার ?
সকল রহস্য কি শুধু হেলাফেলার ?
কী প্রয়োজন এমন ছিল তবে তার ?
মানুষকে শুধু শুধু  ফাঁদে ফেলার ।


নিশ্চয় কিছু একটা আছে পিছনে ।
দুশ্চিন্তা তাই সারাক্ষণ মনে।
বৈতরণী পার হব কেমনে ?
বিপদ এসে  যদি দাঁড়ায় সামনে ।


০৪/১২/২০২২