এই পৃথিবী
-----------------
---নজরুল ইসলাম খান


কিছুদিন পর পর এক এক  করে,
হারিয়ে যায় সকল পরিচিত  জন ।
কেন যায়, কোথা  যায়, পাই না হদিস  ;
ব্যাথায় ব্যাথাতুর হয় যে তাই  মন ।
ভাটায় চলে যাওয়া  বহমান  জল ,
জোয়ারে  পুনরায়  তা আসে সেথা ফিরে ।
শীতে চলে যায় যে দখিনা সমীরণ ,
বসন্তে এসে আবার বহে ধীরে ধীরে ।
যৌবনের উদ্দীপ্ত কামনা ও বাসনা ,
প্রৌঢ়  বয়সে আবার দিতে পারে উঁকি ।
হারানো প্রেম ফের হৃদয়ের গহীনে,
করতে পারে নতুন রঙে আঁকিবুঁকি ।
কিন্তু চলে যাওয়া  চির চেনা মুখগুলো,
কোনদিন পড়ে না তো দুই চোখে  আর ।
একবার যারে হারায় এই পৃথিবী ,
যায়গা হয় না কভু ধরনীতে তার ।


এত  ভালবাসা যে দিয়েছিল আমায়,
এতটুকু ছোঁয়া পেতে ছিল কত জিদ !
প্রাণহীন দেহটাকে চায় না সে পাশে  ,
দ্রুত বিদায় দিতে সে কী তার তাগিদ ।
মৃত মানুষের নেই  কোন কদর ,
যতই জীবন দিয়ে গড়ে পৃথবীকে ।
মৃতের আস্তানা হয় শুধুই ভাগাড়ে ,
নিজের বলে কিছু আর থাকে না টিকে ।
এই পৃথিবী শুধু জীবিতদের জন্য ,
প্রাণহীনের এইখানে নেই  কোন ঠাই ।
যতদিন বাঁচে সে ততদিন  পৃথিবী ,
মৃত্যুর পরে তার আর কিছুই নাই ।


২৮/০৫/২০২৩