ঈদের দিনে
-----------------
----নজরুল ইসলাম খান


সকাল বেলা গোসল করে খুশবু মেখে গায়ে,
ঈদের নামাজ পড়তে যাব পাশের ঈদগাহে ।
পড়ব নামাজ সবার সাথে একই জামায়াতে ,
নামাজ শেষে কোলাকুলি করব  ঈদের মাঠে ।
সিন্নি সেমাই খাওয়াবো সব পাড়া পড়শী ডেকে ,
যাকাত দেব সদকা দেব গরীব মিসকিন দেখে ।
ছোটদেরকে আাদর করে দেব ঈদের বকশিস ,
মুরুব্বিদের সালাম করে নেব শুভ আশীষ ।
মৃত পিতামাতার জন্য তুলে আমার দুই হাত ,
দোয়া করব আল্লাহ যেন দান করেন জান্নাত ।
পরিবারের সাথে যাব ঘুরতে আমি বাইরে ,
ঈদের খুশির মতন এমন খুশি কোথাও  নাই রে ।
সারা বছর ঈদ আনন্দ থাকুক সবার ঘরে ,
স্নেহ - ভক্তি- ভালবাসা কখনো না মরে ।


২৯/০৬/২০২৩