এক যে আছে
-------------------
--নজরুল ইসলাম খান


এক যে  আছে শিয়াল রাজা ,
বেজায় রকম চতুর।
কার্যসিদ্ধি করবেই সে ,
হলেও সব ফতুর।
কারো ধরে হাতে পায়ে,
কাউকে  দেখায় ভীতি।
কারো কাছে কেতাব খুলে
পড়ে শুনায় নীতি।
কাউকে নিজের বন্ধু বানায়,
কাউকে করে জ্ঞাতি।
কাউকে আবার লোভ দেখিয়ে
করে কাজের সাথী ।
কেতাবে সে নিয়ম লেখে
ইচ্ছে মত নিজে।
তার খেসারত দিতে হচ্ছে ,
শিকার গুলোর কী যে!
যখন যেটা কাজে লাগে
সেই পথেতে হাটে ।
সহজ কথায় কাজ না হলে
ধরে আনে রাতে।
এমনি করে  সেই শিয়ালের
কাটে সময় বেশ বেশ।
অন্যদিকে নীরিহ প্রাণ
দিনে দিনে হয় শেষ ।


১০/০৮/২০২৩