এক যে ছিল
-----------------
------নজরুল ইসলাম খান


এক যে ছিল হাড়কিপটে, ছিল না যার তুল।
বাজার ঘুরে কিনে আনতো  দেশি ফলমূল ,
প্লেট ভরে খেত শুধু টাটকা শাকসব্জি ।
প্রতিদিন দুধ খেত ডুবিয়ে সে কব্জি ।
খাসির মাংস না খেয়ে খেত মুসুর ডাল ।
ইচ্ছে করেই খেত সে কম তেল ঝাল।
বড় মাছ রেখে খেত ছোট মাছের ঝোল ।
যত্ন করে শরীরটাকে রাখত নিটোল ।
প্রতিদিন দুই মাইল হেটে যেত কাজে ।
ডাক্তারের পিছনে সে ব্যয় করত না বাজে ।
ব্যাংক ভর্তি ছিল  তার কোটি কোটি টাকা ।
মনে মনে কী নাকি প্ল্যান ছিল  আঁকা ।
বলত সবে কী হবে থেকে এ সম্পদ?
শখ করেও খেতনা সে এতটুকু  মদ।
পোশাকেও  ছিল  সে অতি সাধারণ ।
সবাই তাকে ঘৃণা করত ভেবে  কৃপণ।
হঠাৎ একদিন খবর হল লোকটা গেছে মরে ।
বাড়িটাকে রেখে গেছে  হাসপাতাল করে ।
শহরের জলকষ্টের করতে  অবসান ।
ব্যাংকের সব  টাকা সে করে গেছে দান ।
এত সব কথা শুনে ভাঙ্গলো সবার ভুল ।
ভাস্কর্য নির্মাণ করে দিল সবাই  ফুল ।
এখন সে মহৎ মানুষ সবার  অন্তরে ।
তার কথা স্মরণ করে  শ্রদ্ধা ভরে ।  


২৩/০৭/২০২২