একাত্তরের ডিসেম্বর
---------------------------
------------------নজরুল  ইসলাম


স্মরণ কর একাত্তরের কেমন ছিল ডিসেম্বর ।
এক দিকে বীর বঙ্গালী অন্য দিকে হানাদার ।
জয়ের নেশায় রক্ত দোলে মুক্তি যোদ্ধার শরীরে ।
হানাদারের মাটি সরে পেছন ফেরার পথ ধরে ।
বিশ্ববাসী অবাক চোখে দেখে  বাঙ্গলার রণাঙ্গন ।
বীর বঙ্গালী অস্ত্র ধরে  যুদ্ধ করে সর্বক্ষণ ।
বাংলা মায়ের অঙ্গ গুলো একে একে হয় মুক্ত ।
বিনিময়ে ঝরাতে হয় এক সাগর দামী রক্ত ।
পরাজয়ের শেষ মুহূর্তে কুত্তারা দেয় মরন কামড়।
জাতির অনেক  সূর্য সন্তান জীবন দিয়ে হয় অমর ।
এমন মূল্যে স্বাধীনতা আগে তা কে জানতো। ?
তা হলে আর খাল কেটে  কুমির  কে আনতো ?
হানাদারদের  নিষ্ঠুরতা পাপিষ্ঠেরই কাজ শুধু ।
প্রজন্মের পর প্রজন্ম তাদের মুখে দেবে থুথু  ।
ত্রিশ লক্ষ শহীদের রক্তের দাম স্বাধীনতা ।
এ প্রজন্মের অনেকেই হয়তো আমরা জানিনা তা।
জন্ম ইতিহাস ভুলে  গেলে  সেটা কিসের তুল্য?
যে করে হোক স্বাধীনতার রাখব বজায় মূল্য ।
০৬/১২/২০২১