একদিন আমাদেরও ছিল
------------------------------------
------------নজরুল ইসলাম খান


একদিন আামাদেরও ছিল
ঘর গৃহস্থালি , চাষের জমি,
হালের বলদ , লাঙল -জোয়াল, চাষাবাদ ।
ছিল বিস্তৃত উঠোন  , সারি সারি খড়ের পালা,
গোলা ভরা ধান,  
দীঘল পুকুর , পুকুর ভরা মাছ ,
ভেজালহীন খাবার  ।
ঘর ভরা ভাইবোন, বউ -ঝি,  সন্তান সন্ততি ছিল ।
গ্রাম ভরা চাচা চাচী ,  ফুফু দাদী ছিল ।
অকৃত্রিম ভালবাসা ছিল ।
ঈদ -পার্বণ ছিল,
মেলা ছিল , উৎসব ছিল।
অবারিত মাঠ ছিল, মুক্ত বাতাস ছিল,
অটুট স্বাস্থ্য  , চোখ ভরা স্বপ্ন  ছিল ।


আজ আর কিছু নেই ।
আছে শুধু ইটের তৈরি  চড়ুই পাখির খুপরি ঘর।
ভেজালযুক্ত বিষাক্ত খাবার,
কৃত্রিমতায় ছাওয়া বন্ধুত্ব,
হতাশায় নির্ঘুম রাত ,
বেঁচে থাকার জীবন যুদ্ধ ,
রোগাক্রান্ত ভগ্ন শরীর ।
আর আছে আসন্ন অন্ধকার কবর।


২০/০৯/২০২২