একদিন সুদিনে
---------------------
----নজরুল ইসলাম খান


লোকটার যেন কবি কবি ভাব,
নম্র স্বভাব ।
পথে পথে ঘোরে ,
কী চিন্তা করে !
কাউকে যেন কিছু বলতে চায়,
পড়ে লজ্জায় ।
স্বেচ্ছায় তাই যায় ফিরে ,
নিঃসঙ্গতার ভীড়ে ।
সারাদিন খাওয়া  হয়নি কিছু ,
ঘুরেছে কতজনের পিছু।
কেউ হয়তো  দিয়েছিল অফার ,
এক কাপ চা' র ।
ফিরিয়ে দিয়েছে তাও,
ধরে ভদ্রতার ভাও ।
ঘরে এসে শেষে ,  
খাটে বসে বসে
খেয়েছে এক গ্লাস জল।
তবু মনে বল।
একদিন সুদিনে ,
সকলে নেবে চিনে।


১৫/১২/২০২২