একটা মানুষ থাকা চাই
-------------------------------
----------নজরুল ইসলাম খান


সবার জন্য এমন একটা  মানুষ থাকা চাই ।
যে মানুষটা খোঁজ নেবে কখন কী নাই ।
দুরে গেলে ফোন দেবে ,
কখন খেলে? কী খেলে ?
আসবে  কখন ?  খবর নেবে ।
বাইরে থেকে ঘরে এলে,
মুখের কাছে এক গ্লাস জল ধরবে ।
বিদ্যুৎ গেলে হাত পাখায় বতাস করবে।
ঘাম মুছাবে।
এমন একটা মানুষ থাকা চাই,
যার ঠান্ডা হাতটি মাথায় দেবে, রুগ্ন হলে।
যে আমাকে পরখ করবে
জ্বর আছে কি নাই ।
ওষুধ খেতে ভুলে গেলে , এগিয়ে দেবে,
মাঝে মাঝে ঝগড়াও  করবে।
শরীরের যত্ন নিইনা তাই।
এমন একটা মানুষ থাকা চাই ,
যার কাছে কোন লজ্জা শরম নাই ।
যার সামনে পোশাক পরা,  গোসল করা,চলে নির্দ্বিধায় ।
কোন ড্রেসে মানিয়েছে দারুণভাবে , বলবে আমায় ।
এমন একটা মানুষ থাকা চাই ,
যার কাছে জিম্মি রাখা যায় আমার সব কিছু ।
বিনা বাধায় যাকে ,  জড়িয়ে ধরা যায়।
যে আমায় সিক্ত করবে ভালবাসায় ।


২২/০৬/২০২২