একটি মোনাজাত
-------------------------
-----------নজরুল ইসলাম খান


হে আল্লাহ! হে রহমানুর রহিম!
তোমার দরবারে করি একটি মোনাজাত ,
তুলে দুই হাত ,
এই পবিত্র মাহে রমজানের উসিলায়
সমস্ত মানুষকে দিয়ে দাও নাজাত ।
আমার পিতামাতা শুয়ে আছে
গভীর অন্ধকারে,  কবরে
তাদের নাই কেউ সাথী ,
তুমি জ্বালিয়ে দিও ,
তোমার নূরের বাতি।
ছোট কালে কত কষ্ট করেছে আমাদের জন্য ,
নিজেরা না খেয়ে খাওয়াইয়াছে  আমাদের ।
যেমন মমত্বে করেছে লালন ,
তুমিও তাদেরকে এই একাকিত্বে,
কোরো লালন-পালন ।
আমাদের দিও এমন নেক সন্তান ,
যেন আমাদের মৃত্যুর পরে
আমাদের জন্য করে এমনি দোয়া ।
কঠিন বিপদে দিও আমাদের
তোমার রহমতের ছায়া ।
মৃত সকল মানুষকে তুমি করে দাও মাপ,
তারা চেনে নাই তোমাকে ,
তাই কুড়িয়েছে  তোমার অভিশাপ ।
তুমি সমস্ত মানুষকে  দাও হেদায়াত,
হে খোদা! তুমি কবুল কর আমার মোনাজাত ।


০২/০৫/২০২২