একুশ মানে
------------
-----নজরুল ইসলাম খান


একুশ মানে,
সবার মনে  ভাষার জন্য  আগ্রহ ।
মায়ের ভাষার শত্রু পক্ষের প্রতি তীব্র  বিদ্রোহ ।
একুশ মানে,
সকালবেলা প্রভাত ফেরির দৃশ্য ।
আন্তর্জাতিক মাতৃভাষা পালন করে  বিশ্ব ।
একুশ মানে,
শহীদ মিনার ফুলে ফুলে ভরা ।
রাজপথেতে দামাল ছেলের  তাজা রক্ত  গড়া ।
একুশ মানে,
শোকের স্মৃতি হৃদয় দিয়ে  লালন ।
সবাই মিলে একসাথে শহীদ দিবস পালন।
একুশ মানে
ভাই হারানো করুন সুরের সংগীত ।
দেশমাতৃকার  স্বাধীনতার প্রথম তৈরি শক্ত  ভিত।
একুশ মানে,
বাঙালির অমর কীর্তি গাঁথা ।
দৃঢ় পায়ে উন্নয়নের সিঁড়ি দিয়ে হাটা ।


২১/০২/২০২৩