এতীম
-----------
----নজরুল ইসলাম খান


বাপ গিয়েছে মরে আমার মা গিয়েছে ছেড়ে ।
অবহেলায় বেড়ে উঠছি পরের ফেলনা ঘরে ।
কে দেয় আমায় আদর স্নেহ কে দেয় ভালবাসা ?
কে দেয় আমায় বেঁচে থাকার চোখে স্বপ্ন আশা ?
অসুখ করলে কে দেয় আমার গায়ে  মায়ার হাত ?
কে দেয় আমার মুখে পুরে তপ্ত ফেনা  ভাত ?
কে দেয় আমায় ঈদের সময় কিনে নতুন সাজ ?
লাগব করে কে আমার  হাড়ভাংগা কাজ ?
বিপদ-আপদ সুখে-দুঃখে কে নেয় আমার খোঁজ ?
পড়া লেখায় কে আমারে তাগাদা দেয় রোজ ?
কে আমারে আগলে রাখে সকল পরিস্থিতিতে ?
কার উপর ভরসা রেখে ঘুমাই স্বস্তিতে ?
আমার  বলতে যা ছিল সব দখল নিছে পরে ।
বিচার পাইনা ঘুরে ঘুরে মহারাজার দ্বারে ।
সবাই আমায় তুচ্ছ ভাবে অপাংতেয়  সম ।
মানুষ রূপে পাইনা কোথাও  সম্মান  নুন্যতম ।
সবার  আছে সব মানুষ আমার নেই কেউ ।
আমার আছে দুঃখ নদীর বুক ভাঙা ঢেউ ।


০১/০৭/২০২২