ফেরে না
--------------
---নজরুল ইসলাম খান


সাজানো সংসার, গোছানো জীবন,
বাইরে থেকে এসে কেউ একজন,
দেয় তছনছ করে,
চিরতরে,
ফেরে না আর আগের মতন ,
যতই করুক যতন ।
হাড় ভাঙ্গলে তবু জোড়া লাগে,
মন ভাঙ্গলে শুধু ব্যথা জাগে ,
কাঁদে পোড়া মন,
অনুক্ষণ,
সারে না আর আগের মতন,
যতই করুক লালন।
যে চোখে ঝরেছে জল,
সে চোখতো জানে না  ছল,
মেখে কাজল,
অবিকল,
দেখে না আর আগের মতন,
যতই দিক অঞ্জন ।


২৪/১২/২০২২