ফিরে পাওয়া বনলতা সেন
-----------------------------------
------নজরুল ইসলাম খান


হৃদয়ে প্রশান্তি দেওয়া বনলতা সেন ,
পেয়েছি আবার ফিরে তোমারেই যেন্ ।
খুঁজেছি বন্দরে, খুঁজেছি বনে,
এঁকেছি তোমার ছবি মনে মনে ;
খুঁজে ফিরেছি নাটোরে তোমারে
পাইনি তোমার দেখা।
বনলতা সেন লুকিয়েছ হেথা,
চিনেছি তোমারে একা।
কোথায় ছিলে এতকাল তুমি ?
হে আমার অনুরাগ !
তোমার বিরহে হৃদয় ভেঙ্গে
হয়েছে শতভাগ ।
পাষাণ হৃদয় বোঝনা ব্যথা,
আসিবে ফিরে দিয়েছিলে কথা।
কেটেছে কত সকাল -দুপুর - সন্ধ্যা -মধ্যরাতি,
শুনতে তোমার পদধ্বনি আমি রয়েছি কান পাতি।
কেটেছে বছর, কেটেছে যুগ,
কেটেছে কত সন।
পাথর হয়ে থেমে গেছে আমার
হৃদয় স্পন্দন ।
চাওনি তা জানতে কভু,
তৃষ্ণার্ত চাতক রয়েছে তবু ,
নিষ্ঠুর মেঘ ফেরে কোন ক্ষণে তৃষাতুর আঙ্গিনায় ;
রাখেনি খবর হৃদয়হীন মেঘ চাতকের অনিষ্টায়।
তোমারে খুঁজেছি পদ্মার বুকে,
হাঁস হয়ে ভেসে ভেসে ।
তোমারে খুঁজেছি বাউল হয়ে,
গান গেয়ে দেশে দেশে ।
খুঁজেছি কাঁঠাল বনে,
ফিরেছি জনে জনে,
কোন রূপে তুমি আছ বাংলায়,
খুঁজেছি সর্বখানে ।
কোথায় আমার বনলতা সেন ,
আর তো কেউ না জানে।
তুমি আমার বনলতা সেন ,
আমার হৃদয় রাণী ।
তোমার বিরহে ক্ষয়ে গেছে রাণী ,
আমার এ জীবন  খানি।
কাছে এসে তুলে নাও বুকে,
হৃদয় আমার নাচে আজ সুখে ,
ফিরে যখন পেয়েছি আর দেবনা হারাতে  ;
জীবনানন্দ -বনলতা সেন থাকব বাংলাতে ।
তোমাকে হারাবার ব্যথা আমি বুঝেছি তিলে তিলে ,
হারাই যদি কভু এ বাংলায়, হারাব দু'জনে মিলে ।
----------------
রাজশাহী
১০/০৩/১৯৮৯