ফিরিয়ে দাও
-------------------
-----নজরুল ইসলাম খান


তুমি আমায় ডেকে নিলে সর্বনাশা পথে ,
কী বা ক্ষতি করেছিলাম আমি?
এ পথ আমার থাকলে আগে চেনা,
তবে কি আর এ পথেতে নামি ?
গলে আমার পরিয়ে দিলে ভালবাসার মালা,
কন্ঠে দিলে তোমার সুরে গান ।
চোখে দিলে তোমার ছবি এঁকে ,
বুকে দিলে তোমার প্রতি টান।
এখন আমি ভাবতে জানি শুধু তোমায় নিয়ে ,
আঁকতে জানি শুধু তোমার ছবি ।
লিখতে পারি তোমার কিছু কথা,
চাইতে পারি শুধু তোমার সবই।
আমি এখন থাকতে পারি শুধু তোমার পাশে ,
স্বপ্নে দেখি শুধু তোমার স্মৃতি
সকল কিছুর ভালবাসা ফেলে ,
বুঝতে পারি শুধু তোমার প্রীতি ।
তুমি আমায় টেনে দিলে চলার সীমা রেখা,
ছিনিয়ে নিলে আমার যত কিছু ।
একলা চলার পথ যে অচেনা ,
চলতে পারি শুধু তোমার পিছু ।
কিন্তু, কেন এমন  হল তবে ?
এমনতর চাইনি তো আগে ।
চেয়েছিলাম মুক্ত পাখির মত,
গাইব গান শুধু আপন রাগে।
উড়ব আমি মুক্তাকাশে যেদিকে চোখ যায়,
সকল কিছু বাসব আমি ভাল।
প্রাণ ভরে দেখব দু'চোখ মেলে ,
এ পৃথিবীর যত আছে আলো ।
ফিরিয়ে দাও আমার  আমাকে
বেড়াই আমি ইচ্ছেমত ছুটে ,
সবার মাঝে হারিয়ে আমি যাই,
তোমার এমন কঠিন বাঁধন টুটে।


রাজশাহী
১১/০৩/১৯৮৯