ফুটবল
-------------
----নজরুল ইসলাম খান


গোলাকার ফুটবল পায়ে পায়ে খেলা ।
সারাবেলা চলে শুধু লাথি আর ঠেলা ।
যে যত লাথি মারে  তার তত দাম ।
ঘরে বাইরে সবখানে বাড়ে  সুনাম ।
পেলে, ম্যারাডোনা, মেসি, নেইমার ।
আরও কত নাম ছড়ায় দ্যুতি তার ।
মাঠে কেউ  নিতে চায় না বল নিজ ঘরে ।
অপরকে দিয়ে মন  আনন্দে  ভরে ।
ফুটবল ছন্দময়  যাদুকরী খেলা ।
গোল পানে বল ছুটলে প্রাণে দেয় দোলা ।
বিশ্বকাপ ফুটবল তো বাড়তি উন্মাদনা ।
পছন্দের দলকে দেয় উৎসাহ-প্রেরণা ।
দেশে দেশে ঘরে ঘরে চলে দলাদলি  ।
কে জিতবে কে হারবে তাই  বলাবলি ।
সারা বিশ্ব চোখ রাখে খেলার অঙ্গনে ।
পরষ্পর আবদ্ধ হয় প্রীতির বন্ধনে ।
শেষমেশ একদলই কাপ নিয়ে আসে ।
সারা বিশ্বের ভক্তরা খুশিতে ভাসে ।


২৫/১১/২০২২