(বিরতিহীন কাব্য চর্চার এক বছর পূর্তিতে পাশে থাকার জন্য সবাইকে নিরন্তর শুভেচ্ছা ও ধন্যবাদ )


ফুলের  সাথে পাখির সাথে
---------------------------------
-------নজরুল ইসলাম খান


খোকা যাবে খেলতে  মাঠে  ,
খেলার সাথী নাই ।
ভিন্ন কাজে ব্যাস্ত সবাই ,
দুঃখ খোকার তাই ।
হাটতে যাবে নদীর তীরে ,
সংগে নেবে কাকে ?
সংগে যাবে পোষা কুকুর ,
দাঁড়িয়ে আছে বাঁকে ।
মাছ ধরতে যাবে খোকা ,
মাছ ধরবে কোথায় ?
কোলা বিলের শাপলা হেসে  
ডাকছে তারে সেথায় ।
চারিপাশে এত মানুষ ,
তবু খোকা একা ।
ফুলের সাথে, পাখির সাথে,
তাইতো করে দেখা ।


২৯/০৯/২০২২