গাধা
-----------------
----নজরুল ইসলাম খান


এক জীবনের সুখের লাগি সাত জীবনের পাপ,
করলাম আমি বিনা দ্বিধায় বাপরে বাপ !
কেউ আমারে বললো না তো ধরোনা ও সাপ।
দংশিলে সারবে না যে করলেও বিলাপ ।


এখন বুঝলাম কেন আমায় দেয়নি কেহ বাধা ।
দেবার বেলায় আমি যে সবার বড় দাদা।
রূপ দেখিয়ে সবাই আমার চোখে দিছে ধাঁধা।
কাজের  শেষে হলাম আমি মস্ত বড় গাধা ।


আমার পাপের কোথাও যে নেই নাকি মাপ ।
যতই আমি দিই সবারে শত অভিশাপ ।
আমার দুঃখে কারো কোন হয় না পরিতাপ ।
নিজেই নাকি মিলাতে  হবে সব হিসাব ।


১৮/০১/২০২৩