গাঁয়ের  ছড়া
---------------+--
------নজরুল ইসলাম খান


গাঁয়ের পাশে ছোট্ট বন ।
বন দেখে থমকে মন ।
মনের রাজা বনে ঘোরে ।
বনের পাখি আাকাশ ওড়ে ।


নদীর নামটি মধুমতী ।
বাংলাদেশের সরস্বতী ।
নদীর পাশে সবুজ গাঁও।
সময় করে দেখে যাও।


গায়ের ছেলের ঘুরতে সাধ।
বৃষ্টি  এসে সাধলো বাঁধ
ছেলেটির  মন দূরগামী ।
সেই ছেলেটি হলেম আমি ।


০৪/০৯/২০২২