গাঙচিলের কবি
---------------------
----নজরুল ইসলাম খান


মাথার  ওপরে গাঙচিল ওড়ে,
নিচে সাগরের ঢেউ ।
তারই  বুকে  আমি মাঝি নবীন ,  
সাথী নেই আর কেউ ।
কবিতার বেসাতি  করি একাকী ,
ছোট ভাঙা ডিঙি ভরে ।
সাহসের পাল তুলে  দিতে চাই ,
সাহিত্যের  বন্দরে ।
চোখে ঝাপসা দৃষ্টি  অসহায়ের ,
বুক  করে দুরুদুরু ।
গাঙচিল  বলে, পথ বাতলিয়ে,
কবি কর চলা শুরু ।
গাঙচিলের ডানায় ভর দিয়ে
আমি উড়ি ঐ আকাশে ।
কবিতার পালক ছড়াই সুদূরে,
নীল খামে বাতাসে ।
গাঙচিল আমায় স্পর্ধা যোগায় ,
দূর আকাশ নীলের ।
আমি কবি, দুরন্ত সাহসী কবি,
উড়ন্ত গাঙচিলের ।


০৭/১০/২০২৩
টুটপাড়া , খুলনা