ঘৃণা করি তাকে
-------------------
--------নজরুল ইসলাম খান


আমি ঘৃণা করি তাকে ;
যার বাহিরে সদ্ভাব ,
ভিতরে শয়তানি স্বভাব ।
আমি ঘৃণা করি তাকে ;
যার বাহিরে ভালমানুষের বেশ ,
ভিতরে বদের একশেষ ।
আমি ঘৃণা করি তাকে ;
যার বাহিরে ধর্মের লেবাস ,
ভিতরে কুৎসিত অক্টোপাস ।
আমি ঘৃণা করি তাকে ;
যে বাহিরে মানবিক রূপ ধরে,
ভিতরে মানবিকতা গেছে মরে।


১৫/১০/২০২২