ঘুরে এলাম বই মেলায়
--------------------------------
-------নজরুল ইসলাম খান


বই মেলায় লোক আসছে ,
কিশোর -যুবক -বৃদ্ধ দল বেঁধে আসছে।
নারীরা আসছে , তরুণীরা আসছে।
বইয়ের স্টলে  ঘুরছে,
বই নেড়েচেড়ে দেখছে ,
ছবিও তুলছে ।
দোকানী অধীর আগ্রহে বই  দেখাচ্ছে,
বিজ্ঞাপন দিচ্ছে যদি কোন বই বিক্রি হয় ।
এই কয়েক দিনে তেমন বই বিক্রি হয়নি ।
আজ হয়তো হতে পারে কিছু বই বিক্রি  ,
দোকানীরা তাই উচ্ছ্বসিত ।
ক্রেতারা স্টলে স্টলে যাচ্ছে,  বই দেখছে,
কিন্তু বই কেউ কিনছে  না।
পছন্দের  বইটি হয়তো পাচ্ছে  না,
অথবা এসব বই  সব হয়েছে  পড়া,
কিংবা তার বুকশেলফে  আছে  জমা।
শেষে কিছুক্ষণ গল্প গুজব করে,  চা- কফি খেয়ে ,  শিশুরা খেলনা, নারীরা তৈজস সামগ্রী
এবং পুরুষরা পারফিউম বা অন্য কিছু কিনে
বাড়ি  ফিরছে  ।
স্ট্যাটাস দিচ্ছে , ঘুরে এলাম বই মেলায়।
অথচ একটা করে বই কিনলেও সব বই এর স্টল
এতদিনে হয়ে যেত ফাঁকা ।
এমন অসময়ে এসেছি আমরা যে ,
বই পড়ার সময়  কারো নাই।
অদ্ভুদ আঁধার এক  ঘিরেছে তাই।
তবুও আছি অপেক্ষায়,
একদিন বোধোদয় হবে নিশ্চয় ।


১০/০২/২০২৩