হা করবেই
----------------
----------নজরুল ইসলাম খান


চিরস্থায়ী শত্রু বলতে কিছু নেই।
আজ  যে শত্রু, কাল মিত্র সেই ।
শত্রু- মিত্র স্বার্থের ই সৃষ্টি ,
স্বার্থের ব্যঘাতে বন্ধু,শত্রু হয় মুহূর্তেই।
স্বার্থের পাগল সবাই,
ভালবাসা, অর্থ বা ক্ষমতা, সে হোক যা ই ।
পৃথিবীতে টিকে থাকতে,
প্রত্যেকের ই কিছু না কিছু চাই ।
তাই ----
মন খারাপের কিছু নাই।
শত্রু হবে বন্ধু, একটু লোভ দেখালেই।
দুটো মিষ্টি কথা, একটু ইশারা ,
এক বান্ডিল টাকায়,
কাঠের পুতুলও  হা করবেই।
একটা না একটা ঠিক লাগবেই ।
ব্যতিক্রম হলে কিছু,
বুঝবে,হয়ত হারিয়েছে খেই ।


২০/০৪/২০২২