হই যদি বেমানান
--------------------------
-------------নজরুল ইসলাম খান


তোমার পাশে কখনো আমি , হই যদি বেমানান ।
সরাসরি বলে দিও,  না করে অপমান ।
ধরে রেখ তুমি তোমার নিজের অবস্থান ,
আমাকে হাসি মুখে দিও পরিত্রাণ ।


খুঁজে নেব আমি আমার আপন স্থান ,
করবনা তোমার সঙ্গে ভালো বাসার ভান ।
হতে দেবনা কভু প্রেমের  অসম্মান ,
নিজ থেকে করবনা তোমার সন্ধান ।


কখনো প্রাণ যদি করে আনচান ,
অশ্রু জলে করিব স্নান ।
একাকী গাহিব বিরহের গান ,
দুঃখের যদি না হয় অবসান ।


ফেরাতে না এলে জানাবো না অভিমান ,
রচিব না নতুন করে আর কারো গুনগান ।
পরব গলেতে তোমার ব্যথার দান ,
সঁপিব না কারেও এ পোড়া মন -প্রাণ ।


২২/০১/২০২২