হতেম যদি
-----------
--------নজরুল ইসলাম খান


হতেম যদি একটি প্রেমের কবিতা ,
কন্ঠে আমায় রাখতে তুমি ধরে ।
হতেম যদি তোমার গলার বকুল ফুলের মালা,
অঙ্গে তোমার পড়তেম আমি ঝরে।
হতেম যদি তোমার মাথার দীঘল কালো চুল,
যতন করে রাখতে খোপা বেঁধে ।
হতেম যদি তোমার বাগের রঙ্গিন গোলাপ ফুল,
ফুলদানিতে নিতে আমায় সেধে ।
হতেম যদি তোমার কোন ভালো লাগা গান,
আমার মাঝে হারিয়ে তুমি যেতে।
হতেম যদি জরি দেওয়া রঙ্গিন শাড়ি খানা,
আমার প্রতি ভালোবাসা উঠত তোমার মেতে ।
হতেম যদি জ্যোৎস্নাকাশের পূর্ণ খানা চাঁদ ,
আমায় তুমি দেখতে চেয়ে চেয়ে ।
হতেম যদি বসন্তের ঐ দক্ষিণা সমীরণ ,
উঠতে নেচে আমার পরশ পেয়ে ।
হতেম যদি পার্কের ঐ ছোট্ট বঞ্চি খানি,
আমার পরে বসতে আঁচল মেলে ।
হতেম যদি ধুলার পরে ঘন সবুজ ঘাস,
চলতে তুমি চরণ ফেলে ফেলে ।
আমার সকল সাধ শুধু তোমায় কাছে পেতে ,
এমন করে  হৃদয় নিলে কেড়ে ।
পূর্ণ প্রেম তোমার প্রতি উঠছে আমার জেগে,
তোমার জন্য সবই হতে ইচ্ছে আমার করে।
জানি তোমায় পাবার নয় গো শুধু মরীচিকা,
চলে যাবে দিন ফুরালে সাঁজে ।
তোমার কাছে রাখলাম মিনতি ,
ভালোবাসার ঠাঁই টুকু রেখ হৃদয় মাঝে ।
-------------------
রাজশাহী
১২/০৩/১৯৮৯