যাই না তোমার কাছে
-----------------------------
------নজরুল ইসলাম খান


তুমি জিভ দিয়েছো স্বাদ নিতে ,
দাঁত দিয়েছো  পিষতে ।
মুখ দিয়েছো খাবার খেতে ,
পেট দিয়েছ ভরতে ।
হাত দিয়েছো ধরে নিতে ,
পা দিয়েছো চলতে ।
কান দিয়েছো  শ্রবন করতে,
চোখ দিয়েছো দেখতে ।
তুমি মন দিয়েছো ভালবাসতে ,
মাথা দিছো ভাবতে ।
নাক দিয়েছো ঘ্রাণ শুঁকতে ,
শরীর  অস্তিত্বে।
রাত দিয়েছো বিশ্রাম নিতে ,
দিন দিয়েছো কাজে ।
কোন কিছু দাওনি তুমি ,
শুধুশুধু বাজে।
তুমি সারাবিশ্ব সৃষ্টি করছো,
সবার  কল্যানার্থে ।
সবার জন্য সুযোগ রাখছো,
পৃথিবীতে বাঁচতে ।
অভাব হলে কত যায়গায়
যেতে এ মন নাচে ।
তবু কভু যাই না প্রভু ,
কেন তোমার কাছে ?


১৩/১২/২০২২