যার জন্য
------------
---নজরুল ইসলাম খান


রাত জেগে যার জন্য লিখি  কবিতা ,
সে তো কভু পড়ে না তা ।
যার জন্য গলা সেধে সেধে করি গান,
সে তো বন্ধ রাখে তার কান ।
যার জন্য দরজায় রেখে আসি ফুল ,
সে তো নেয় না  কোরেও  ভুল ।
যার জন্য বাতায়ন খুলে বসে থাকি ,
সে যে তোলে না তার  দু' আখিঁ  ।
যার জন্য হৃদয়ে করি প্রেমের  চাষ ,
তার কাছে  পাই না কোন আশ্বাস ।
যারে কাছে পেতে চাই নিশি -দিন -মাস ,
সে তো মিটায় না অভিলাষ ।
বলো, কেমনে  রাখি ভালো দেহে এ প্রাণ ,
যদি না ভাঙে তার ঐ অভিমান ।


১৬/০৫/২০২৩