যাত্রী
------------------
---------নজরুল ইসলাম খান


পৃথিবীতে আমরা ট্রেনের যাত্রীর মতন  ;
একসাথে উঠি অনেকেই ,
খুঁজে নিই যার যার আসন ।
গল্প করি ,আসর জমাই,
হয়তো পাশাও খেলি পেলে সময় ।
ভুলে যাই নিজের পরিচয় ।
হঠাৎ কেউ কেউ নেমে যায় মাঝ পথে ,
বৈঠক ভেঙ্গে ।
টিকেটের মেয়াদ ফুরিয়ে যায় হয়তোবা ।  
অনেক দূরে যায় কেউবা  ।
পরে উঠেও আগে নেমে যায় কেউ কেউ ।
যতক্ষণ থাকি একসাথে ,
ভাব জমাই পরস্পর, আনন্দে মেতে উঠি।
দুই একবার  করি বচসাও হয়তো ।
আড্ডা  ভেঙ্গে যখন কেউ  চলে যায় ,
বুকের মধ্যে ব্যাথা অনুভব করি ;
বিমর্ষ হই।
আবার ভুলে যাই ।
একসময় নেমে যাই যাত্রা ভঙ্গ করে ,
সব ছেড়ে  ;
আসন শূন্য করে দিয়ে ।
অন্যরা দখল করে নেয় মনের সুখে।
যাবার সময় কিছু স্মৃতি নিয়ে যাই ,
কিছু যাই অন্যের জন্য রেখে ।


১৩/০১/২০২২