(প্রতিটি বর্ণ দিয়ে শিশুতোষ ছড়া)


ড় তে ঝড়
--------------
নজরুল ইসলাম খান


ঝড় এলে আম পড়ে ,
টপাটপ করে।
শিশুরা আম কুড়ায় ,
ব্যাগ ভরে ভরে ।


ঝড় এলে পাখিদের
ভেঙে যায় নীড় ।
উড়ে যায় গরীবের
পুরনো  কুটির


ঝড় এলে নিরাপদে
ঘরে বসে থাকো।
পশুপাখি- শিশুদের  
আগলিয়ে রাখো ।


১৯/০৫/২০২৩