ঝড় এলে
-----------------
------নজরুল ইসলাম খান


কোলা বিলে বকের ঝাক ,
পড়ে টপাটপ ।
পুটিমাছ ধরে ধরে
খায় গপাগপ ।
উড়ে যায় কাকপক্ষী ,
ঘুরে যায় বন ।
পুবালি  বায়ু বয়
করে শনশন ।
ঝড় এলে ডাল ভাংগে,
মটমট করে ।
কাকপক্ষী পড়ে যায়
পটাপট ঝড়ে ।
ছেলে মেয়ে আম কুড়ায়
দিয়ে দৌড় ঝাপ ।
বাজ পড়লে ভয়ে পালায়
করে বাপবাপ ।


২৮/০৯/২০২২