জীবন নয় মিছে
------------------------
-------নজরুল ইসলাম খান


মৃত্যু সবারই হবে আগে কিংবা পিছে,
তবুও জীবন নয় কিছুতেই মিছে ।
জগৎ সংসার নয় উদ্দেশ্য হীন ,
জীবন উপেক্ষা করা  নয় সমীচীন ।
ফুল এতো সুন্দর তবু পড়ে ঝরে,
গন্ধ  সৌন্দর্য দিয়ে  সকলের তরে।
সূর্য জ্বলে জ্বলে আলো করে দান,
পুড়ে পুড়ে শেষ হয় মোমবাতির প্রাণ ।
জমিন বুক চিরে  ফসল ফলায়,
সাগর মেঘ হয়ে পানি বিলায় ।
অক্সিজেন দিয়ে বায়ু জীবন বাঁচায় ,
ফল  দিয়ে তরু নিজেকে হারায় ।
জগতের সব সৃষ্টি মানব কল্যাণে,
মানুষ কিসের জন্য সৃষ্ট ভূবণে ?
সকলের দানে চলে  মানব জীবন ,
মানুষের কেন  তবে অহংকার এমন ?
মানুষ সৃষ্টি শুধু মানুষের জন্য  ,
জগতের স্রষ্টার করুনা অনন্য ।
মানুষ সবার দানের দেবে প্রতিদান ,
সকল সৃষ্টির প্রতি জানাবে সন্মান  ।
মানুষ সৃষ্টির সেরা রাখুক প্রমাণ  ,
আলোয় উদ্ভাসিত হোক মানুষের প্রাণ  ।


১১/০১/২০২২