যদি হতো
----------------
---------নজরুল ইসলাম খান


যদি পথে বের না হতো,
হয়তো ঘটতো না  দুর্ঘটনা ।
যদি আরো একটু সতর্ক হতো ,
হয়তো ততোটা লাগতো না।
যদি আর একটু ভালো করতো ,
হয়তো  চাকরিটা হয়ে যেতো ।
যদি কারো একটু সাহায্য পেতো ,
জীবনে হয়তো দাঁড়িয়ে যেতো ।
যদি তার সাথে দেখা না হতো,
শুনতো না হয়তো দুঃখের খবর ।
সুখের চাবি যদি পাওয়া যেতো ,
সুখ আটকাতো জীবন ভর ।
বাজে বলটি খেলতে না গেলে,
তবে কি আর আউট হয় ?
আর একটু যদি দেখে খেলতো ,
সেঞ্চুরি  হতো নিশ্চয় ।
ব্যবহার যদি ভালো হতো,
হয়তো সে যেতনা চলে ।
জীবন হতো না  মরুভূমি এমন ,
প্রিয়জন চির সঙ্গী হলে ।
এমন ঘটনা না ঘটতো যদি ,
ইতিহাস  হতো অন্যরকম ।
উপযুক্ত পরিবেশ পেতো যদি ,
মনের মযূর মেলতো পেখম।
আলোর পথ যদি চেনা যেতো ,
থাকতো না জীবনে অমানিশা।
যমদূত যতোই দাঁড়াক সমুখে ,
হারাতো না কখনও পথের দিশা ।
ব্যর্থতা সব অতিক্রম করে ,
পূরণ হতো সব চাওয়া যদি ।
বেঁচে থাকা হতো আনন্দময় ,
বয়ে যেতো সবার সুখের নদী ।
কী হতে পারতো , আর কী হয়নি,
তার নেই কোন বাস্তবতা ।
যা হয়েছে,  যা হতে চলেছে ,
সেটাই হলো চরম সত্যতা।


০৮/০১/২০২২