যদি তুমি
--------------
-----নজরুল ইসলাম খান


যদি তুমি প্রচুর টাকা চাও,
কোন টাকাওয়ালাকে বেছে নাও ।
টাকা দিয়ে তোমায় মুড়ে রাখবে ।
তবে ভালবাসা পাবে কি না আমি জানি না ।
যদি তুমি ক্ষমতার লোভী হও ,
কোন ক্ষমতাশালীর  সঙ্গী হও ।
ক্ষমতার বলয়ে তুমি আবদ্ধ  থাকবে ।
ভালবাসা পাবে কি না আমি জানি না ।
যদি তুমি রূপ- লাবণ্য  পিয়াসী হও ,
কোন রূপবানকে  পাশে নাও ।
রূপের ঝলকে  তুৃমি ঝলসে যাবে ।
ভালবাসা পাবে কি না আমি জানি না ।
আর যদি তুমি আমাকে চাও ,
এসবের  কিছুই আমি  পারবনা দিতে, তুমি  জেনে নাও ।
তবে আমি  দেব তোমায় নিখাঁদ ভালবাসা ।
যেমন ভালবাসায় আকাশে ডানা মেলে বিহঙ্গ সহসা।
খোপায় তোমার গুঁজে দেব হলুদ বনের গাঁদা ।
হাতে এঁকে দেব মনের মাধুরি মিশিয়ে মেহেদী আলপনা।
পায়ে আলতা পরিয়ে দেব, গল্প করব  চাঁদের জোছনায়।
নদীতে  যুগল সাতার  কাটব, গান শুনাব খালি গলায়।
বালাম চালের ভাত খাওয়াব, শাড়ি পড়াব তাতে বোনা।
অসুখ করলে সেবা করব, পাশে থাকব তোমার, সোনা ।
সারা জীবন তোমার তীরে বাইব ডিঙি নাও ।
বল, তুমি অন্যকে না আমাকেই চাও?


২৫/০৫/২০২২