যোগ্য সন্তান
-----------------
----নজরুল ইসলাম খান


রহিম মিয়ার তিনটি ছেলে দুইটি সেরা সবার  ।
একটি হল মস্ত  ডাক্তার একটি ইন্জিনিয়ার ।
ডাক্তার থাকে আামেরিকায় ইন্জিনিয়ার জার্মানে ।
বিদেশিনী বিয়ে করে সেটেল্ড সব  সেখানে।
রহিম মিয়া ভীষণ খুশী গর্বে ভরে বুক  ।
জানান দেয় সবার কাছে তার মহা সুখ  ।
ছোট ছেলে  অকর্মা পড়ার  নেই মন ।
পাড়ায় পাড়ায় জনসেবায় ঘোরে সারাক্ষণ ।
রহিম মিয়ার  কষ্ট ভীষণ তার কথা ভেবে ।
তারে দিয়ে ভবিষ্যতে  কী উপকার হবে?
ছেলে দুটি বিদেশ গেছে অনেক বছর হল ।
হঠাৎ যেন কী ভেবে চোখ তার  ছলছল ।
দেখা হয়নি ছেলে বউ, নাতিকে  কখনও ।
আদরের ডাকটুকু শোনা হয়নি এখনও ।
স্নেহের  সন্তান দুটি  অদেখা অনেক দিন ।
বুকের মধ্যে নীরব ব্যথা করে চিনচিন ।
রহিম মিয়া  বাড়ি আসতে বলে ছেলেদের ।
ছেলেরা জবাব দেয় সময় নেই তাদের
রোগ শোকে রহিম মিয়া আছে  বিছানায় ।
অকর্মা  ছেলেকেই শুধু পাশে পায় ।
একসময় রহিম মিয়া পৃথিবীটা ছাড়ে ।
আসেনি যোগ্য সন্তান কোন  উপকারে ।


০১/০৬/২০২২