জন্মদিনে
-------------
----নজরুল ইসলাম খান


একদিন এসেছিলাম এ পৃথিবীতে ,
এক ঝড় ঝাপটার রাতে।
ঝড়ে ভেঙেছিল বৃক্ষ  ডাল,
এসেছিল মায়ের প্রসবকাল ।
অসহায় জননীর গর্ভ ভেদ করে,
তীব্র চিৎকারে, দেখেছিলাম আমি পৃথিবীর মুখ।
আমারে সে পেয়ে মা যে ভুলেছিল সব দুখ।
কত অসহায় ছিলাম যে আমি !
ছিলাম বেনামী।
ছিল জীর্ণ- শীর্ণ -নগ্ন  দেহখানি ।
ছিলাম মায়ের কাছে তবু,
সবচেয়ে বেশি দামী ।
আজকাল  কতজনে চেনে যে আমারে,
শুধু আমি চিনি না তো, কেউ চেনে না যে,  
আমার মায়েরে ।


০৩/০৫/২০২৩