জনগণ বেয়াড়া বড় ই
----------------------------


জনগণ বেয়াড়া বড় ই ,
রাখা যায়না নিজের  করে ।
খাওয়ায় পরায় বড় করেও ,
সুযোগ পেলে ছোবল  মারে।
বোঝেনা কিছু তারা ,
করেছি সর্ব হারা ।
যাবেনা বাইরে আমার,
ছিল এই চিন্তা ধারা ।
এমন কী প্রয়োজন আর?
মিটিয়েছি অভাব সবার ।
আমি ই প্রভু তাদের,
গুনগান করুক আমার।
দরকার কী কথা বলার?
প্রয়োজন কী মিছিল করার?
দিয়েছি যা ঢের বেশি ,
আর কী আছে চাওয়ার?
চিরদিন আমি তোমার,
খুঁজোনা বিকল্প আর ।  
নতুবা বিপদ হলে ,
নেবোনা কোন দায়ভার ।
জনগন শুধু ভাবে ,
যাবে না  দিন এভাবে ।
সুযোগ পেলে দিন বদলের
কড়ায় গন্ডায় বুঝে নেবে ।
২৯/১১/২০২১