যৌবনের শক্তি
-----------------------
------নজরুল ইসলাম খান


তুমি কি জাননা কী এক শক্তি
ঘুমিয়ে আছে তোমার মাঝে ?
জেগে উঠতে চায় সে বারবার ,
চাপা রাখ তারে লাজে ।
ছিড়ে ফেল সকল পর্দা ,
জাগিয়ে তোল সে শক্তি ।
জান কি তুমি যৌবন জানেনা
মিথ্যাকে করতে ভয় -ভক্তি ?
তুমি কি দেখনা তোমারই চোখে
ঘটে যায় কত অন্যায়৷?
যৌবন তো নয় বিশ্বাসী কোন
আপোষ কিংবা কান্নায় ।
আঘাত করলে প্রতিঘাত জানে,
শির দিতে জানে নির্ভয় ।
সত্যকে নাচায় মস্তকে তুলে,
মিথ্যার বিরূদ্ধে দুর্জয় ।
বিদ্রোহ করে শত্রুর পরে ,
হিংস্র করে আত্মা ।
জানিয়ে দেয় যৌবন জানেনা
অসুন্দরকে দিতে পাত্তা ।
যৌবন জানেনা ধরা দিতে কভু
আসলেও শত প্রলোভন ।
যৌবনই ভেঙ্গেছে যুগে যুগে যত
জগতের মাঝে অশোভন ।
তোমার ঐ যৌবন লাগাও এখন
নতুন করে দেশ গড়তে ।
তোমার দেশ তুমি না গড়লে
কে আসবে তা আর করতে ।
যৌবন হোহ কল্যাণীয় ,
জীবনের দীপ্ত প্রতীক ।
পৃথিবী করুক গুন গান তার ,
আলোকিত হোক দশদিক ।
-----------------
রাজশাহী
২০/০৪/১৯৯১