কাজের মূল্যায়ণ
-------------------------
-------------নজরুল ইসলাম


কাননে কুসুম ফোঁটায় নিত্য যে মালী,
ঢের কাজ করেও থাকেনা প্রচার ।
নিজের কাজের সাথে করে মিতালী,
নীরবে করে কাজ অলক্ষ্যে সবার ।
কালে ভদ্রে করে যারা সামান্য কিছু ,
জগৎ জুড়ে  চালায় হাক ডাক তার  ।
কাজের চেয়ে ঘুরে নামের পিছু ,
বুক ফুলিয়ে চলে করে অহংকার ।
স্বার্থ শেষে তারা যায় মিলিয়ে ,
থাকেনা কাজের আর কোন অবশেষ।
নিভৃতে দেয় যারা নিজেকে বিলিয়ে ,
তাদের কর্ম থাকে চিরদিন অশেষ ।
২০/১১/২০২১