কে আমি?
--------------
---নজরুল ইসলাম খান


এই যে আমাকে আপনারা দেখছেন ,
আপনাদের সামনে চলছি- ঘুরছি - ফিরছি ,
আপনাদের সাথে খাচ্ছি -কথা বলছি-
গল্প করছি,
আমাকে একটা নামে আপনারা চেনেন,
পারিবারিক দেওয়া নাম ।
এ নামে আরও অনেকেই আছে,
তাদের অনেককেও আপনারা চেনেন ,
আমি যদি ভিন্ন কোন নামে আপনাদের সাথে
পরিচিত হতাম,
তাহলে সেই নামেই আপনারা আমাকে ডাকতেন ।
নামে আমি অদ্বিতীয় কেউ নই ।


আমি যে পোশাক পরছি,
কখনো শার্ট- প্যান্ট ,
কখনো পাজামা -পাঞ্জাবি ,
কখনো লুংগি -গেঞ্জি,
কখনো কোট,
কখনো বা পোশাক পরছিও না ।
সবই সাময়িক ,
আমার রুচি মাফিক।,
এটা আমার পরিচয়  নয় ।


পরিবারে আমার ভিন্ন পরিচিতি আছে,
বাবা, স্বামী,  ভাই বা অন্য কিছু ।
যেখানে কাজ বা চাকরি করি,
সেখানেও ভিন্ন পদবীতে ডাকে।
পদ- পদবী পরিবর্তনও হয়,
এটাও আমার স্থায়ী নয়।


দেহ নামের যে পোশাকটি আমি পরেছি,
সবচেয়ে যার আমি  বেশি পরিচর্যা করি,
যার জন্য অহংকার বোধ করি,
আপনারা আমাকে যে পোশাকে সবচেয়ে বেশি চেনেন,
সেই পোশাকটির মালিকও আমি  না ।
এটি স্বয়ংক্রিয় ভাবে আমাকে পরিয়ে দেওয়া হয়েছে ।
এই পোশাকও একসময় নষ্ট হবে ,
এই পোশাকও একদিন ছাড়তে হবে,
তখন আপনারা আমাকে আর এইভাবে  চিনতে পারবেন না ।
এই আমি অদৃশ্য হয়ে যাব,
আমি হারিয়ে যাব।
আমি তাহলে কে?
কে আমি? আপনাদের এই সমাবেশে  ।


১৯/০৭/২০২৩
--------------------
টুটপাড়া, খুলনা