কেমন আপনজন
-------------------------
---------নজরুল ইসলাম খান


তুমি আমার কেমন আপন জন?
তোমার বাড়ী হয় না যাওয়া বিনা নিমন্ত্রণ ।
গেলে কর বড় করে আদর আপ্যায়ন ।
লজ্জা করে দ্বিতীয় বার করতে গমন ।
মনে সংকোচ যদি বলো বড় জ্বালাতন ।
তাইতো আমার যাওয়া হয় না যখন তখন ।


তোমার বাড়ীর পাশ দিয়ে ঘুরি সারাক্ষণ
তোমায় দেখা হয় না তবু যতই পুড়ুক মন
তোমার আমার মাঝে একটা বড় রকম দেয়াল
সেই দেয়ালের দুই পাশে ভিন্ন রকম খেয়াল
যতই ভাবি দেয়াল ভাঙা ভীষণ প্রয়োজন
হয় না তবু করা আমার  বাঁধা  অতিক্রম ।


০৪/০৬/২০২২