কেউ কথা রাখে না
--------------------------
---নজরুল ইসলাম খান


আমার ভালবাসার মানুষ বলেছিল ,
বিয়ে যদি করতে হয় তোমাকেই করব।
অন্য কারো সাথে জীবন কাটাতে পারব না,
মরে গেলেও না।
অনেক দিন প্রেম করার পরে যখন বললাম ,
এ লুকোচুরি আর ভালো লাগছে না,
চলো বিয়ে করে ফেলি।
বিয়ের কথা শুনে, ভালবাসার মানুষটি ভুরু কুঁচকে
ঠোঁট বাকিয়ে বলল, তা মনে হয় সম্ভব হবে না গো!
পরিবার থেকে সম্মতি পাওয়া যাবে  না,
তুমি আমাকে ক্ষমা কোরো।
পরে বুঝেছিলাম বিত্তের কাছে ভালবাসা হেরে গিয়েছে ।
আমার ধনী বন্ধুটি একদিন বলেছিল ,
টাকাপয়সার সমস্যা থাকলে মুখ ফুটে বলিস।
কখনও লজ্জা করিসনে ।
প্রয়োজন থাকলেও কখনও মুখে ফুটে  টাকার কথা বলিনি।
শেষে মায়ের অসুখের সময় বললাম ,
দোস্ত আরতো পারছি  না ।
মা যে যায় যায়,
কিছু টাকা দে,
মায়ের অপারেশনটা করিয়ে ফেলি ।
বন্ধু  বলল, বড় টানাটানির মধ্যে আছি রে,
এখন পারব না ।
পরে আসিস।
মা আমাকে পরে যাওয়ার আর সুযোগ দেননি ।
ফেসবুকের বন্ধু ও শুভানুধ্যায়ীরা,
আমার কবিতা পড়ে উৎফুল্ল হয়ে
বই প্রকাশের উৎসাহ দেয় ।
সর্বস্ব খুইয়ে বই প্রকাশ করলে,
বই কেনার মানুষগুলোকে আর খুঁজে পেলাম না।
সবাই শুধু কথা  দেয় ,
আশা জাগায় ,
কেউ কথা রাখে না।
কেউ আশা বাঁচিয়ে রাখেনা।


০৫/০২/২০২৩