কেউ নেই কিছু নেই
---------------------------
-------নজরুল ইসলাম খান ম


আমার ঘরে  নাই স্বাচ্ছন্দ্য  ,
তোদের ঘরে হাজারটা ।
কেমন করে চলে বলতো,
আমার পোড়া সংসারটা !
তোদের ঘরে জোছনা ঝরে ,
আমার ঘরে কৃষ্ণ পক্ষ ।
লক্ষী ছাড়া  আত্মহারা ,
আমার সাথে করে সখ্য ।
তোদের চলে হেসেখেলে ,
সারাদিন রঙ্গ রসে ।
আমার যায় হিসাব কষে,
পার্কের  ঐ ঘাসে  বসে  ।
আমিও তো ছিলাম একদিন ,
তোদের পরিমন্ডলে ।
তোদের মতন পা ধুয়েছি ,
ঘুরেফিরে এক জলে ।
এখন কেন আমার কাটে
আকাশের  ঐ তারা গুনে  ?
কেউ নেই, কিছু নেই,
সারাদিন শুনে শুনে ।
তারচেয়ে বেশ বাস করি ,
আমাজনের জঙ্গলে ।
হন্যে হয়ে বন্য ধরি ,
তোরা থাক মঙ্গলে।


১৯/১২/২০২২