খাওয়াখায়ি
----------------
--নজরুল ইসলাম খান


হরিণে খায় তৃণলতা ,
মাংসাশী  খায় মাংস ।
পাখিরা খায় শস্য দানা,
মাছে খায় তার অংশ ।
ছাগল না কি সব কিছু খায়,
কথাটা কি সত্য?
সকল ক্ষেত্রে কিছুতেই
নয় যে তা স্পষ্ট ।
মানুষে খায়  নেশার বস্তু,
সুদ- ঘুষ ও কত কী।
অন্য জীবে খায় এ সকল,
আছে কি তার প্রমাণটি ?
বিশজনেরটা একলা  রাখে,
মানুষ নিজের ভান্ডে ।
দশ জনেরটা একজনে খায় ,
অন্য সবাই  কান্দে ।
অন্য জীবে  যেটুক খাবে,
সেটুক শুধু রাখে ।
মানুষ কেবল  অধিক সম্পদ
ভোগে ব্যাস্ত  থাকে  ।


০৪/০৮/২০২৩


টুটপাড়া, খুলনা