খরা
-------
---নজরুল ইসলাম খান


বৈশাখ এলে ভেবেছিলাম  কেটে যাবে  খরা,
কাল বোশেখি বৃষ্টি এসে  ভিজিয়ে দেবে ধরা ।
কিন্তু দেখি উষ্ণতায় আজ চারিদিকে ভরা,
ঘুম নাই দু"চোখে, তাই ভীষণ  মন মরা।


অন্য রকম কষ্টে আমার দেহ যায় পুড়ে,
দুর্ভিক্ষের ছায়া যেন ঘেরা হৃদয় জুড়ে।
সবুজ পত্র -পল্লব যায় একে একে  ঝরে ।,
হতাশার ক্লান্তি যেন নামে দুই চোখ ভরে  ।


১৮/০৪/২০২৩