খুব বেশি ভালবাস  না
------------------------------
-----নজরুল ইসলাম খান


আমায় তুমি কতটা ভালবাস  প্রিয়তম ?
কতটা ভালবাস আমায় তুমি ?
নিশ্চয় তোমার জীবনের চেয়ে  নয় ।
সেটা আমি বিশ্বাস ও করি না।
জীবনের চেয়ে কেউ কাউকে ভালবাসতে পারে না।
কিন্তু, তোমার ব্যাংকে জমানে টাকা, তোমার সহায় সম্পত্তি  , তোমার অন্য সবকিছু থেকেও কি?
আবেগের বশে হয়তো বলবে হ্যা।
কিন্তু , আমিতো জানি কখনো  নয় তা  ।  
কারণ, আমাদের পাড়ার বশির চাচাও ভালবেসেছিল চাচিকে,
ত্রিশ বছর ঘর সংসার করেছে একসঙ্গে ।
চাচি হঠাৎ মরে যাবার একমাসের মাথায়
বশির চাচা আবার বিয়ে করে এনেছে ।


রফিক ভাইও যে ভাবিকে পাবার জন্য
একশ একটা নীল পদ্ম এনেছিল,
দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড় বেঁধেছিল,
সেই মুক্তার মতো ভাবির মৃত্যুর একবছর
না যেতেই দ্বিতীয় বার পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছে
রফিক ভাই ।
আমারও যদি হঠাৎ মৃত্যু হয় :
তুমি কতদিন আমার বিরহে কাতর থাকবে জীবনসঙ্গী  ?
কতদিন তুমি একা থাকবে?
কতদিন তুমি চাঁদ দেখবে না, ফুলের ঘ্রাণ নেবে না,
গান শুনবে না?
একসময় দেখবে আমার বিরহ শেষ হয়েছ,
আমার প্রতি ভালবাসা তোমার ফিকে হয়ে গেছে ।
তুমি আবার  ভালোবাসার মানুষ খুঁজে নিয়েছো ।
প্রয়োজন তোমার কাছে বড় হয়ে দাড়াবে ।
তুমি আমাকে খুব বেশি ভালবাস না ,
খুব বেশি ভালবাস না তারচেয়ে ,  
যতটা আমাকে তোমার প্রয়োজন হয়েছে।
যতটা প্রয়োজন ছিল  আমাকে তোমার ।
মানুষ বেশি দিন ভালবাসতে পারে না ,
বেশিক্ষণ ভালবাসা ধরে রাখতে পারে না ।


২০/০২/২০২৩